Khoborerchokh logo

কবি সুলতান আহমেদ সোনা`র শুভ জন্মদিন পালন করেন বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখা 158 0

Khoborerchokh logo

কবি সুলতান আহমেদ সোনা`র শুভ জন্মদিন পালন করেন বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখা

মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর থেকে :
পীরগঞ্জের সাংবাদিক জগতের বীরপুরুষ ও পীরগঞ্জের আইকন স্টার,পীরগঞ্জ থেকে প্রথম প্রকাশিত দ্বীর্ঘ ৩০ বছরের সফলতার পত্রিকা সাপ্তাহিক বজ্রকথা ও অনলাইন দৈনিক বজ্রকথা ডট কম এর প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির শাখার উপদেষ্টা কবি সুলতান আহমেদ সোনা'র শুভ-জন্মদিন অনুষ্ঠিত হয় । শনিবার (১ জুন ২০২৪) সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখায় কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার রংপুর জেলার প্রতিনিধি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক  দৈনিক খবর ও দৈনিক আখিরা পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সৈয়দ রায়হান বিপ্লব ।সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফা অনলাইন বাংলার আলো নিউজ ও দৈনিক  খবরের সময়। 


কেক কাটা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য ও দৈনিক অবজারভার পত্রিকার প্রতিনিধি   সাংবাদিক বেলায়েত হোসেন সরকার, , দৈনিক একুশে নিউজ পত্রিকার প্রতিনিধি আকুল সরকার । দৈনিক সাইফ পত্রিকার প্রতিনিধি মোস্তফা জামান, দৈনিক প্রভাতের আলো পত্রিকার প্রতিনিধি আব্দুস ছাত্তার রতন, দৈনিক প্রচেষ্টা নিউজ পত্রিকার প্রতিনিধি হানিফ সরকার,  ক্যামেরাম্যান মুন্না সরকার সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন । সাপ্তাহিক বজ্রকথা পত্রিকায় অনেক সাংবাদিক লেখনীর মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে, তিনি একজন সাংবাদিক তৈয়ারীর কারিগর ।


সৈয়দ রায়হান বিপ্লব বলেন কবি সুলতান আহমেদ সোনা ভাইয়ের জম্মদিন উপলক্ষে গুরু কে জানাই অভিনন্দন । সোনা ভাইয়ের জন্মদিনের ছবি ফেসবুকে দিয়ে স্মরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, গুরু পেয়ে সত্যি আমি গর্বিত, জন্মদিনের এই শুভলগ্নে আপনার প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই । গুরু সবসময়ই ভালো উপদেশ দিয়ে আমার জীবনকে সহজ ও সাবলীল করেছেন। সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া করি আপনার জীবন দীর্ঘজীবী হক ও সফলতার পথে উন্নীত হন এই দোয়া করি । তিনি আমাকে  নিজের হাতে গড়িয়েছেন,আমার গুরু কবি সুলতান আহমেদ সোনা ভাই এই পীরগঞ্জে অসংখ্য সাংবাদিক তৈয়ারী করেছেন,এবং আপনার ভালোবাসার শীতল ছায়ায় চিরকাল এভাবেই আগলে রাখেন আমাকে সেই কামনা করি ।

আপনার মতই সৎ, সাহসী ও নিষ্ঠাবান হয়ে সাধারণ জনগণের পাশে থাকতে পারি এবং সকলের ভালবাসার অর্জন করতে পারি সেই দোয়া করবেন বলে আশা করছি, বড়ভাই অনেকটাই পিতার মত, আপনাকে পেয়ে আমি জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিতে সক্ষম হয়েছি, আপনার স্নেহ, আদর, ভালবাসা আমার জীবনকে যেন সুন্দর করেছে তেমনি আপনার শাষণ বারণ কঠিন জীবনে ভাল মন্দ চিনতে শিখিয়েছে,আপনি আমার জন্য একজন পরামর্শ,সহযোগী,স্নেহশীল বড়ভাই, আপনি আমার জীবনে সেই সঞ্জীবনী যার কারণে আমি আজও সফলতার মুখ দেখতে পেরেছি । চিরকাল এভাবে আপনার দোয়া ও ভালবাসা চাই, এই শুভ জন্মদিন শতবার ফিরে আসুক সেই কামনা করি গুরু,আপনার মত সবার আদর্শ ও অনুকরণীয় হতে চাই, আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইলো গুরু ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com